ইন্সটলেশন প্রক্রিয়া

বিখ্যাত ৫মিনিটের ইন্সটলঃ

যারা ইতিমধ্যে এধরনের ইন্সটল প্রসেসের সাথে পরিচিত তাদের জন্য এখানে ইন্সটল পদ্ধতির দ্রুত প্রসেস দেয়া হল । এছাড়া, বিস্তারিত ইন্সটল পদ্ধতি এখানে ।

যদি আপনি সার্ভারে ফাইলের নাম পরিবর্তন না করতে পারেন তাহলে ৩ এবং ৪ নাম্বার ধাপ আপনার অনুসরণ না করলেও হবে কারন ইন্সটল প্রোগ্রাম নিজে নিজেই wp-config.php ফাইলটি তৈরী করে নিবে ।

১। ওয়ার্ডপ্রেস প্যাকেজটি ডাউনলোড করে আনজিপ করুন
২। এখন আপনার সার্ভারে একটি ডাটাবেস তৈরী করুন সেই সাথে একটি MySQL ইউজার যার সেই ডাটাবেসটিতে প্রবেশ করে কাজ করার সকল ক্ষমতা থাকবে
৩। wp-config-sample.php ফাইলটির নাম পরিবর্তন করে wp-config.php করুন
৪। wp-config.php ফাইলটি আপনার টেক্সট-এডিটর দিয়ে খুলুন এবং এখানে উল্লেখ করা পদ্ধতি অনুসরন করে আপনার ডাটাবেসের বিস্তারিত পূরন করুণ এবং সিক্রেট কী পাসওয়ার্ড ব্যবহার করুণ
৫। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সার্ভারে আপলোড করুন নিম্নের পদ্ধতি অনুসারে –
– আপনি যদি ওয়ার্ডপ্রেসকে আপনার মূল সাইট হিসেবে ব্যবহার করতে চান ( যেমনঃ http://example.com/) তাহলে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল-ফোল্ডার আপনার সার্ভারের রুট ডিরেক্টরিতে আপলোড করুণ
– আর, যদি ওয়ার্ডপ্রেসকে আপনার সাইটের সাব-ডিরেক্টরিতে রাখতে চান (যেমনঃ http://example.com/blog/), তাহলে সার্ভারের রুট ডিরেক্টরিতে blog নামে একটি ফোল্ডার বানান আর, ওয়ার্ডপ্রেসের সকল ফাইল-ফোল্ডার এই blog ফোল্ডারের ভিতরে নিয়ে আসুন এফটিপি ব্যবহার করে
– নোটঃ যদি আপনার এফটিপি সফটওয়ারে নাম ছোট অক্ষরে পরিবর্তনের অপশন থাকে তাহলে সেটি যেন বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন ।
৬। এখন আপনার ওয়েব ব্রাউজারে wp-admin/install.php তে গিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল প্রক্রিয়া শুরু করতে পারেন
– যদি আপনার সাইটটি রুট ডিরেক্টরিতে থাকে, তাহলে ব্রাউজারে টাইপ করুন – http://example.com/wp-admin/install.php
– আর যদি এটি সাব-ডিরেক্টরিতে থাকে যেমন blog, তাহলে ব্রাউজারে টাইপ করুণ – http://example.com/blog/wp-admin/install.php

এপর্যন্তই! ওয়ার্ডপ্রেস এখন ইন্সটল হয়ে যাওয়ার কথা।