এফওএসএস বাংলাদেশ | FOSS Bangladesh

আমরা কি করি?

মুক্ত সফটওয়্যার ব্যবহারে মানুষকে-

সকলকে উৎসাহ দেই
আগ্রহীদের ইনস্টল করে দেই
ব্যবহারকারীদের ইনস্টল পরবর্তী সেবা দেই

ফ্রি সফটওয়্যার মানে?

‘Free’ শব্দের অর্থ মুক্ত/স্বাধীন। বিনামূল্যে নয়।

ব্যবহারের স্বাধীনতা

সফটওয়্যারকে নিজের ইচ্ছেমত, যে কোন উদ্দেশ্যে ব্যবহার করার স্বাধীনতা

অধ্যায়নের স্বাধীনতা

সফটওয়্যারটি কিভাবে কাজ করে জানার এবং পরিবর্তন করার স্বাধীনতা

বিতরণের স্বাধীনতা​

সফটওয়্যার পুনঃবণ্টনের স্বাধীনতা যেন আপনি আপনার প্রতিবেশীকে সহযোগীতা করতে পারেন

পরিবর্তনের স্বাধীনতা​

নিজের পরিবর্তীত সফটওয়্যার সংস্করণ পুনঃবণ্টনের স্বাধীনতা

সোর্সকোড প্রাপ্তির স্বাধীনতা

সফটওয়্যারের সোর্সকোড প্রাপ্তির স্বাধীনতা

ভাগ করে নেওয়াটাই এখানে গুরুত্বপূর্ণ​

স্মরণাতীত কালেই আমাদের সব কিছু ভাগ করে নিতে শেখানো হয়েছে

এফওএসএস বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিজেদের তাগিদে, নিজের পয়সায় আমরা আম জনতা-সমাজ-দেশ তথা বিশ্বের সকলকে সচেতন করতে এবং মুক্ত প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিগত স্বাধীনতা-মুক্তি নিশ্চিত করতে কাজ করি।

আপনি যদি আমাদেরই মত একজন সচেতন নাগরিক হন, যদি প্রযুক্তি জগতে নিজে মুক্ত থাকার সাথে সাথে আপনার আশেপাশের মানুষগুলোকেও রক্ষা করতে চান তাহলে এফওএসএস বাংলাদেশ পরিবারে আপনাকে স্বাগতম।